কুমিল্লা, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত, প্রাচীনতম এবং ঐতিহাসিকভাবে উল্লেখযোগ্য একটি শহর। কুমিল্লা জেলার প্রশাসনিক কেন্দ্র এই শহরের আছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থান, প্রাচীন বৌদ্ধ স্তূপ, মঠ, ধর্ম সাগর পাহাড় ও ৮ম-১২তম শতাব্দীর প্রত্নসম্পদ সহ প্রাচীন নিদর্শনের সমাহার।
প্রতিদিন প্রায় ১০,০০০ এর বেশি পর্যটক উপস্থিত থাকেন এসব স্থান ভিজিট করার জন্য। এছাড়া, হঠাৎ প্রয়োজন কিংবা কাজের সুবাদে কুমিল্লা আসতে হয় আমাদের অনেকেরই। আর এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো কুমিল্লায় কোথায় থাকবো? কুমিল্লার সেরা হোটেল কোনগুলো? তাই কুমিল্লার সেরা হোটেল গুলোর একটি তালিকা নিয়েই আমাদের আজকের আয়োজন। হোটেলগুলোর ভাড়া, সুবিধা, লোকেশন ছাড়াও যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন এই আর্টিকেল থেকেই।
১. হেটেল এলিট প্যালেস, কুমিল্লা । Hotel Elite Palace, Cumilla
হোটেল এলিট প্যালেস, বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রস্থলে অবস্থিত একটি থ্রি-স্টার বুটিক হোটেল। এর প্রশস্ত রুম এবং স্যুইটগুলোতে আছে চমৎকার সব সুযোগ-সুবিধা। আর এর ইন্টেরিয়র খুব মাইল্ড কিন্তু গর্জিয়াস ভাবে সজ্জিত। যা একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে। ফ্যামিলি, বন্ধুবান্ধব, সঙ্গী কিংবা বিজনেস ভিজিটরদের জন্য উপযুক্ত কুমিল্লার এলিট প্যালেস আবাসিক হোটেল। চলুন, এক নজরে দেখে নেই আর কি কি সুবিধা অফার করছে কুমিল্লার এই জনপ্রিয় হোটেল টি:
হোটেল ফ্রি ওয়াই-ফাই থাকবে ২৪ ঘন্টা
রিমোট কন্ট্রোলড এয়ার কন্ডিশনার
এবং আরামদায়ক ঘুমের নিশ্চয়তা দেওয়ার জন্য সুন্দর গোছানো বিছানা
ডেডিকেটেড স্টাফ, যারা ২৪ ঘন্টা রুম সার্ভিস দিয়ে থাকে
গেস্টদের এনজয়মেন্টের জন্য একটি আউটডোর সুইমিং পুলের ব্যবস্থা
অত্যাধুনিক সরঞ্জাম সহ একটি ফিটনেস সেন্টার রয়েছে
খাওয়া-দাওয়ার জন্য আছে তাদের নিজস্ব রেস্তোরাঁ। এখানে সুস্বাদু দেশী ও আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয়। এটি ২৪ ঘন্টাই ওপেন থাকবে
এড়াছাও আছে ছাদের বাগানের পাশে ছোট একটি বার। এখানে আপনি ককটেল বা মকটেলে চুমুক দেওয়ার সময় কুমিল্লা শহরের অপরুপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
তাছাড়া, এখানে ফ্যামিলি বা বিজনেজ ইভেন্ট করার ও সুব্যবস্থা আছে
হোটেল এলিট প্যালেস এর রুম ফিচার:
এখানের সকল রুমের জন্য প্রায় একই ধরনের সূযোগ সুবিধা রয়েছে। শুধুমাত্র রুমের আকার অনুসারে ভাড়ার পার্থক্য থাকে। রুম এগুলোর কমন ফিচার সমূহ:
৪০০ বাই ৫০০ স্কয়ার ফুট রুম
ফ্রী ব্রেকফাস্ট
ফ্রী ওয়াইফাই
কাপল বেড
লাক্সারিয়াস ফার্নিচার
এটাচ ওয়াশরুম সাথে মর্ডান ফিটিংস
২৪ ঘন্টা রুম সার্ভিস।
সুইমিংপুল, জীম ও ফ্রী পার্কিং সুবিধা।
কুমিল্লার হোটেল এলিট প্যালেস এর রুম ভাড়া
ডিল্যাক্স- ৪০০০ টাকা + ভ্যাট (একোমোডেশন: ২ জন)
ডিল্যাক্স টুইন:৫০০০ টাকা + ভ্যাট (একোমেডেশন: ২ জন)
সুপার ডিল্যাক্স-৫০০০+ ভ্যাট (একোমেডেশন: ২-৪ জন)
স্যুট: ৬০০০ টাকা + ভ্যাট (একোমেডেশন: ২-৪ জন)
হোটেল এলিট প্যালেস এর লোকেশন: ২১৪ ঝাউতলা রোড, কুমিল্লা-৩৫০০।
02-334400163, 01981-770777, 01894-948280, 01894-948281, 01894-948282
২. গ্র্যান্ড ক্যাসেল হোটেল, কুমিল্লা । Grand Castle Hotel, Cumilla
কুমিল্লা শহরের অন্যতম সেরা হোটেল হলো গ্র্যান্ড ক্যাসেল হোটেল। এই ফোর স্টার কেয়ালিটি হোটেল যেখানো লাক্সারিয়াস থেকে শুরু করে বাজেট ফ্রেন্ডলি রুম পাওয়া যায়। আছে ওয়াইড রেঞ্জ সুবিধা এবং সার্ভিস যা আপনাকে দিবে কম্ফোর্টেবল এবং মেমোরেবল রাত কাটানোর এক্সপেরিয়েন্স।
কুমিল্লার অন্যান্য হোটেল গুলোর তুলনায় অনেক বেশি ফ্যাসিলিটিস আছে এই হোটেলটিতে। বেসিক সার্ভিস বাদেও আরো যা যা থাকছে এই হোটেল টি তে:
স্পেসিয়াস রুম সাথে মর্ডান ফার্নিচার
২৪ ঘন্টা রুম সার্ভিস
ফ্রেন্ডলি এবং হেল্পফুল স্টাফ এসিস্ট্যান্স
মজাদার দেশী খাবার ও ইন্টারন্যাশনাল ডিশ এর ব্যবস্থা
কনফারেন্স এবং বিজনেস মিটিং এর ব্যবস্থা
অন সাইট গিফট শপ
ইনফিনিটি সুইমিংপুল
স্পা সার্ভিস
ট্যুর গাইড ভাড়া করা ও সাইট ভিজিটিং এর অপশন
তাদের ট্যুর ডেস্ক থেকে লালাখাল ন্যশনাল পার্ক বা মহাস্থান ফোর্টে এক্সারশান ব্যবস্থা করা
স্টাইলিশ ইন্টেরিয়র
রুমের ধরন ভেদে টিভি ও ইন্টারনেট সুবিধা
গ্রান্ড ক্যাসেল হোটেল এর রুম ফিচার:
রুম সার্ভিস ২৪ ঘন্টা
ফ্রী ওয়াইফাই
ফ্রী ব্রেকফাস্ট
দুজনের জন্য বিছানা
মিটিং রুম
ইন্টারকম সিস্টেম
জেনারেটর সার্ভিস
ফ্রী পার্কিং এবং নিরাপত্তা
টপ ক্লাস রুম সার্ভিস
ফ্লাট স্ক্রিন টেলিভিশন
রিমোট কন্ট্রোল এসি
ভাড়া:
প্রিমিয়াম কিং- ৫০০০ টাকা / নাইট
প্রিমিয়াম ফ্যামিলি- ৬০০০ টাকা / নাইট
প্রিমিয়াম টুইন- ৬০০০ টাকা / নাইট
প্রিমিয়াম কুইন- ৫০০০ টাকা / নাইট
ডিল্যাক্স কিং-৩০০০ টাকা / নাইট
ডিল্যাক্স কুইন- ৩০০০ টাকা / নাইট
ডিল্যাক্স ফ্যামিলি- ৪০০০ টাকা / নাইট
সুপার ডিল্যাক্স- ৪০০০ টাকা / নাইট
কোনো প্রকার হিডেন চার্জ নেই। হোটেলে খেলে, খাওয়ার খরচ টোটাল বিলের সাথে যুক্ত করা হবে।

লোকেশন: টমসম ব্রিজ, এস আলম জমজম টাওয়ার, কুমিল্লা ৩৫০০, বাংলাদেশ।
যোগাযোগ : ফোন- +880 1760-998939
৩. হোটেল ভিক্টোরি আবাসিক, কুমিল্লা । Hotel Victory Abashik, Cumilla
হোটেল ভিক্টরি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি শীর্ষস্থানীয় আবাসিক হোটেল। এটি শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলোর মধ্যে একটি। এই হোটেল টি আন্তর্জাতিক লেভেল এর সব সার্ভিস এবং সুযোগ-সুবিধা অফার করে৷ সাথে আছে নান্দনিক স্থাপত্য আর ক্লাসি ইন্টেরিয়র যা অন্যান্য হোটেল থেকে বেশ আলাদা।
কুমিল্লায় হোটেল ভিক্টরি আবাসিকে আপনি পরিবার পরিজন, বন্ধ বান্ধব ও ব্যাবসায়িক কাজে চলে আসতে পারেন নির্দ্বিধায়। এই হোটেলের আরে কিছু ফিচার গুলো হচ্ছে –
হাই স্পিড ওয়াই-ফাই,
ফ্ল্যাট-স্ক্রিন টিভি,
এয়ার কন্ডিশনার,
মিনিবার এবং কিচেন
ডেকোরেটেড গেস্ট রুম
অতিথিদের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন খাবার আইটেম
অনসাইট রেস্তোরায় সকালের নাস্তা, দুপুরের এবং রাতের জন্য সুস্বাদু খাবার পরিবেশন করে
তাদের লাউঞ্জ ফ্রী ড্রিকংস ও স্ন্যাকসের ব্যবস্থা
যারা পার্টি বা কর্পোরেট ইভেন্ট হোস্ট করতে চান তাদের জন্য ব্যক্তিগত ইভেন্ট স্পেস রয়েছে।
গেস্টদের ওয়ার্কআউট রুটিন বজায় রাখতে সহায়তা করার জন্য হোটেলটিতে অভিজ্ঞ ট্রেইনার ও একটি ফিটনেস সেন্টারও রয়েছে।
তাদের স্পাতে ম্যাসেজ থেরাপি সার্ভিস নিতে পারবেন।
এছাড়াও, হোটেল ভিক্টরিতে প্রচুর আউটডোর একটিভিটির সুযোগ রয়েছে, যেমন গ্রামাঞ্চলে সাইকেল চালানো বা লালবাগ ফোর্ট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নৃতাত্ত্বিক জাদুঘরের মতো কাছাকাছি স্থান গুলো ভিজিট করা।
যারা স্থানীয় সংস্কৃতিকে আরও এক্সপ্লোর করতে চান তাদের জন্য, হোটেল ভিক্টরি, কুমিল্লার আশেপাশে গাইডেড ট্যুর অফার করে। যার মধ্যে রয়েছে টাউন সেন্টার এবং বাজারে ভ্রমণ। যেখানে গেস্ট রা স্থানীয় হস্তশিল্প এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন!
হোটেল ভিক্টরি এর রুম ফিচার সমূহ:
এসি রুম
গরম এবং ঠান্ডা পানির সিস্টেম
৪০” এলইডি টিভি, রেফ্রিজারেটর
মিনারেল ওয়াটার, টুথ ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু, বক্স টিস্যু ইত্যাদি।
বিনামূল্যে ওয়াইফাই
ফ্রী সুস্বাদু ব্রেকফাস্ট
আকর্ষণীয় এবং বিলাসবহুল লবি
২৪ ঘন্টা লিফট সার্ভিস, ২৪ ঘন্টা জেনারেটর
ফ্রী গাড়ী পার্কিং
২৪ ঘন্টা রুম সার্ভিস
ইন্টারকম টেলিফোনি সার্ভিস
রুম ভাড়া:
ডিল্যাক্স কাপল – ২,৫০০ টাকা / নাইট
সুপার ডিল্যাক্স কাপল- ৩,৫০০ টাকা / নাইট
প্রিমিয়াম ডিল্যাক্স কাপল – ৪,০০০ টাকা / নাইট
সেমি স্যুট – ৫০০০ টাকা / নাইট
ডিল্যাক্স টুইন বেড – ৪০০০ টাকা / নাইট
ডিল্যাক্স ট্রিপল বেড – ৪৫০০ টাকা / নাইট
ফোর বেড কানেক্টিং রুম – ৬০০০ টাকা / নাইট
কনফারেন্স রুম ৫০০০ টাকা ( ৭০ জন)
লোকেশন :
জাহাঙ্গীর জম জম টাওয়ার (৭ম, ৮ম ফ্লোর), ভিক্টোরিয়া কলেজ রোড, কান্দিরপুর, কুমিল্লা-৩৫০০, বাংলাদেশ।
ফোন- +880 2334402361, +8801714030094,+8801714030095
ওয়েবসাইট-
৪. ওয়েসিস হোটেল, কুমিল্লা । Oasis Hotel, Cumilla
ওয়েসিস হোটেল, কুমিল্লা বাংলাদেশের একটি থ্রি-স্টার স্ট্যান্ডার্ড বিলাসবহুল হোটেল। এটি শহরের কেন্দ্রস্থলে, টমসম ব্রিজ এলাকায় এবং পদুয়ার বাজার বিশ্বরোড থেকে মাত্র ৫ মিনিট দূরত্বে অবস্থিত। ব্যক্তিগত মালিকানাধীন হোটেলটি তার সকল অতিথিদের জন্য একটি পার্ফেক্ট এনভায়রনমেন্ট প্রোভাইড করে।
কর্পোরেট এক্সিকিউটিভ, বিদেশী পর্যটক, নবদম্পতি, বা যারা কুমিল্লার মতো পুরানো শহরকে এক্সপ্লোর করতে চান তারা এই হোটেলটি নির্দ্বিধায় বেছে নিতে পারেন। ওয়েসিস হোটেলের আরো স্পেশাল কিছু সুবিধা হলো:
হোটেলটিতে পাবেন বিনামূল্যে ব্রেকফাস্ট
২৪-ঘন্টা রুম সার্ভিস
এয়ার কন্ডিশনার ও স্যাটেলাইট টিভি, এবং
বিনামূল্যে ওয়াইফাই অ্যাক্সেস সহ বিভিন্ন সুবিধা
খাওয়া দাওয়ার জন্য একটি অনসাইট রেস্তোরাঁ – “ওয়েসিস রেস্তোরাঁ”। এখানে সুস্বাদু স্থানীয় খাবার এবং আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও, রয়েছে একটি বার, যেখানে গেস্ট রা সিনেমা বা খেলাধুলার ম্যাচ দেখার সময় পানীয় এবং স্ন্যাকস ইত্যাদি উপভোগ করতে পারবেন।
ওয়েসিস হোটেলের রুম ফিচারস:
ভিআরএফ এয়ার কন্ডিশনার সিস্টেম
ফ্রী, সুস্বাদু সকালের নাস্তা
সাবান, শ্যাম্পু, টুথ পেস্ট
বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস
চাহিদা অনুযায়ী লিমুজিন সার্ভিসস
ভ্রমণ ডেস্ক, চিকিৎসা সেবা
প্রতিবন্ধী র্যাম্প,
পাওয়ারফুল নিরাপত্তা এবং সিসিটিভি
ঝরনা, বাথটাব সহ বাথরুম
মিনি রেফ্রিজারেটর ,টেলিফোন
চা ও কফি তৈরির সুবিধা
ফায়ার এক্সটিংগুইসার
ক্যাবল টিভি সহ এলসিডি টিভি
ওয়েলকাম ড্রিংক এবং ওয়েলকাম ফ্রুট বাস্কেট
মিনারেল ওয়াটার, খবরের কাগজ
রাউন্ড দ্য ক্লক মুভি
ইভেন্ট ম্যানেজমেন্ট
বাথ রোব এবং স্লিপার
ইমার্জেন্সি টর্চ লাইট
লন্ড্রি সার্ভিস
স্মোকিং ফ্রি রুম
ফিটনেস সেন্টার
২৪/৭ ফ্রন্ট অফিস ও রুম সার্ভিস
২৪/৭ পাওয়ার সাপ্লাই
রুম ভাড়া
ডিল্যাক্স কুইন – ৩০০০ টাকা পার নাইট
প্রিমিয়াম কুইন – ৩৮০০ টাকা / নাইট
ডিল্যাক্স টুইন – ৪৫০০ টাকা / নাইট
ডিল্যাক্স কিং – ৪৮০০ টাকা / নাইট
প্রিমিয়াম কিং – ৫৫০০ টাকা / নাইট
প্রিমিয়াম টুইন – ৬০০০ টাকা / নাইট
প্রিমিয়াম ফ্যামিলি – ৭০০০ টাকা / নাইট
লোকেশন: লালমাই টাওয়ার, কুমিল্লা ৩৫০০, বাংলাদেশ।
৫. নওয়াব প্যালেস রিসোর্ট, কুমিল্লা । Nawab Palace Resort, Cumilla
কোটবারি কুমিল্লার সর্বপ্রথম আবাসিক সার্ভিস দেয়া রিসোর্ট হল নওয়াব প্যালেস রিসোর্ট। ডিফারেন্ট ক্যাটেগরির ২০ টি সুসজ্জিত রুম নিয়ে তৈরি এই রিসোর্ট। আছে টপ নচ রুম সার্ভিস এবং আধুনিক সব সুযোগ সুবিধা। হোটেলের ইন্টেরিয়র এবং আউটলুক দুটোই বেশ নজরকাড়া।
আর আসেপাশের প্রশস্ত এড়িয়ায় ঘুরে বেড়ানোর জন্য আছে পার্ক। সাথে ওয়াটার গেমের মত আরো অনেক ইউনিক একটিভিটির সুযোগ।
পারিবারিক ট্রিপ, কিংবা কাপল ভ্রমণ, বিজনেস বা বন্ধুদের সাথে পার্টি, সব ইভেন্টের জন্য উপযুক্ত একটি রিসোর্ট এটি। তাদের আরে প্রিমিয়াম ফ্যাসিলিটিস গুলো হচ্ছে –
নওয়াব প্যালেস রিসোর্ট এর সুযোগ সুবিধা:
রিসোর্টের ডায়নিং এ পাবেন ফ্রী ব্রেকফাস্ট
২৪-ঘন্টা অভিজ্ঞ স্টাফ দ্বারা রুম সার্ভিস,
রিমোট কন্ট্রোল এয়ার কন্ডিশনার ও স্যাটেলাইট টিভি, এবং
ফ্রী ওয়াইফাই অ্যাক্সেস ও ইলেকট্রনিকস এর বিভিন্ন সুবিধা
অভিজাত এবং আকর্ষণীয় লবি
২৪ ঘন্টা লিফট সার্ভিস ও জেনারেটর সার্ভিস
ফ্রী কার পার্কিং এর ব্যবস্থা
ইন্টারকম টেলিফোন সার্ভিস
রুমে মিনিবার এবং কিচেনের ব্যবস্থা
ওয়েল ডেকোরেটেড গেস্ট রুম
গেস্টদের জন্য ট্রেডিশনাল বাংলাদেশী খাবার থেকে শুরু করে আন্তর্জাতিক টেস্টের বিভিন্ন খাবার খাওয়ার সুযোগ
তাদের নিজস্ব পার্ক, ম্যাজিক প্যারাডাইজ পার্কে ভ্রমনের সুযোগ
এছাড়াও ওয়াটার পার্কে অনেক খেলাধুলার অপশন আছে
নওয়াব প্যালেস রিসোর্ট এর রুম ফিচার:
রুমে বসেই ফ্রী সকালের নাস্তা, বা ডায়নিং এ গেলেও পাওয়া যাবে
বাথরুমপ ফ্রী সাবান, শ্যাম্পু, টুথ পেস্ট
ফ্রি ওয়াইফাই ইন্টারনেট এর সুবিধা
ট্যুর ডেস্ক
পাওয়ারফুল সিকিউরিটি এবং রুমের বাইরে সিসিটিভি
ইম্পোর্টেড ফিটিংস সহ বাথরুম
মিনি রেফ্রিজারেটর ও বার ,
চা / কফি মেকার
রুমের বাইরে একটি করে ফায়ার এক্সটিংগুইসার
ফ্লাট ক্যাবল টিভি সহ এলসিডি টিভি
ট্যুর এডভাইজর ও সাইট ভিজিটিং
রুম ভাড়া:
রুমের আাকার বা ধরন ভেদে ২০০০ থেকে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত রুমের ভাড়া হতে পারে।
লোকেশন: সালমানপুর, কোটবারি, কুমিল্লা, বাংলাদেশ
ফোন – 01755-660601
মেইল: info@magicparadisepark.com
৬. কিউ প্যালেস হোটেল, কুমিল্লা । Q Palace Hotel
কুমিল্লা শহরে অবস্থিত, হোটেল কিউ প্যালেস হল লাক্সারি ও নান্দনিকতার প্রতীক। টপ ক্লাস সার্ভিস ও সুযোগ-সুবিধা, সাথে অত্যাধুনিক রুম এবং কম্পিটিটিভ প্রাইজের জন্য বেশ জনপ্রিয় এউ হোটেল টি। পরিবারের সাথে অবসর সময় কাটানো, পার্টি বা ইভেন্টের আয়োজন কিংবা ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য একটা পার্ফেক্ট স্টে হল এই অত্যাধুনিক হোটেল টি।
হোটেল কিউ প্যালেসে, লবিতে পা রাখার মুহূর্ত থেকেই ওয়ার্ম ওয়েলকাম এবং সার্ভিস দিয়ে স্বাগত জানানো হয়। তাদের স্টাফ সদস্যরা বেশ প্রশিক্ষিত পেশাদার এবং তারা গেস্ট স্যাটিসফেকশন কে খুব প্রায়োরিটি দেয়। দ্রুত চেক-ইন, সাইট ভিজিটিং বা স্থানীয় ট্যুর বুকিং হোক না কেন কিউ প্যালেস একদম আদর্শ স্থান। এগুলোর বাইরেও আরো যেসব সুযোগ সুবিধা থাকছে এখানে –
ফ্রী পার্কিং
ফ্রী ব্রেকফাস্ট
সার্বক্ষণিক ফ্রী ওয়াইফাই এক্সেস
পুরো হোটেল টি এয়ার কন্ডিশনিং
তাদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুবিধা
২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক এ হেল্পলাইন থাকে
চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ
ফুল লন্ড্রি সার্ভিস
প্রতিদিন হাউজ কিপিং
বিজনেস সেন্টার ও মিটিং রুমের ব্যবস্থা
চিকিৎসা সুবিধা
কিছু রুমে রেফ্রিজারেটর সার্ভিস
প্রাইভেট বেলকনি
কিউ প্যালেস এর রুম ফিচার :
ম্যাক্সিমাম রুমে ব্লাক আউট কার্টেইনস
২৪ ঘন্টা হাউজ কিপিং অপশন
ফুল রিমোট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং রুম
সকল রুমে ক্যাবল বা এইডি টিভি
কাজের জন্য ওয়ার্কিং ডেক্স
অনেক রুমপ কফি/ টি মেকার
হাই বাজেটের রুম গুলেতে মিনি কিচেন, ফ্রিজ থাকবে
রুমের ভেতরে ও ২৪ ঘন্টা ওয়াইফাই থাকছে
তিন বেলার খাবার রুমে বসে এনজয় করার সুযোগ
মর্ডান বাথরুম ফিটিংস থাকবে
ভাড়া: তাদের রুমের ভাড়া লোকসংখ্যা ও রুমের সাইজের ওপর ভিত্তি করে পার নাইট ২০০০-৬০০০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে, বিভিন্ন সিজনে প্যাকেজ ও অফার থাকে। সেগুলো জানতে ফোনকল, ফেসবুক বা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে জানতে হবে।
লোকেশন : রেস কোর্স, কুমিল্লা বাংলাদেশ
ফোন : 01998-800900
মোইল : qpalaceCumilla@gmail.com
৭. ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট, কুমিল্লা । Vita World Resort
কুমিল্লা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে অবস্থিত, ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট হল একটি ৪-তারকা মানের আবাসিক রিসোর্ট। আপনার প্রাত্যহিক জীবনের ব্যাস্ততা থেকে মুকৃতি নিয়ে একটি মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন এই রিসোর্ট টিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং স্নিগ্ধ পরিবেশের এই রিসোর্ট টি আপনার অবসর কাটানের জন্য একটি পার্ফেক্ট স্টে বলে আমি মনে করি।
ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট লাক্সারি এবং অভিজাত আতিথেয়তার একটা স্থান। রিট্রিট, স্মরণীয় পারিবারিক ভ্রমণ বা ব্যবসায়িক ভ্রমণ, যেটির ই খোজ করুন না কেন, বাংলাদেশের এই ৪-তারকা আবাসিক রিসোর্টটি আপনাকে একটি মেমোরাবল অভিজ্ঞতা দিবে। এই হোটেল টির আরো সুবিধা গুলো হচ্ছে-
২৪/৭ সিকিউরিটি: প্রোফেশনাল ও ডেডিকেটেড সিকিউরিটি টিম আপনার প্রতিটি প্রয়োজন মেটাতে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনার সেবায় থাকবে।
ফাইন ডাইনিং: এই রিসর্টের ডিসেন্ট রেস্তোরাঁগুলিতে দেশী বিদেশি বিভিন্ন খাবারের স্বা নিতে পারবেন। তাদের বিশেষজ্ঞ শেফদের দ্বারা তৈরি স্পেশাল খাবার গুলো ট্রাই করে দেখতে পারবেন।
স্পা এবং চিকিৎসা: বিভিন্ন ধরণের স্পা ও ম্যাসাজের সুবিধা থাকবে এখানে। যাতে আপনি আপনার ব্যাস্ততা ও ভ্রমনের ক্লান্তি দূর করতে পারেন। সাথে চিকিৎসা ও ইমারজেন্সি কেস এ ডক্টরের সুবিধা তে থাকছেই।
বিনোদনমূলক একটিভিটি: তাদের আউটডোর পুলে সাঁতার কাটা থেকে শুরু করে এক্সাইটিং খেলাধুলা এবং ওয়াটার গেমগুলিতে অংশ নিতে পারবেন। সাথে বিভিন্ন টুলস থাকবে ওয়াটার গেমস খেলার জন্য।
কনফারেন্স সুবিধা: ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য, এই রিসর্টটিতে অত্যাধুনিক কনফারেন্স রুম এবং ইভেন্ট স্পেস অফার করা হয়। আর কর্পোরেট মিটিং এর জন্যও রিসোর্ট টি একটি আদর্শ গন্তব্য বলে আমি মনে করি।
ভিটা ওয়ার্ল্ড রিসোর্ট এর রুম ফিচার :
বিলাসবহুল আবাসন: প্রতিটি রুম এবং স্যুট সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানে ইম্পোর্টেড আসবাব, আধুনিক সুযোগ-সুবিধা এবং আশেপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্যের উপভোগ করার সুযোগ রয়েছে।
প্রাইভেট ব্যালকনি: শান্ত পরিবেশ উপভোগ করার জন্য এবং আপনার ব্যক্তিগত সময় এনজয় করার জন্য থাকবে একটি প্রাইভেট বারান্দা। এছাড়াও থাকবে-
হাই স্পিড ইন্টারনেট
২৪ ঘন্টা রুম সার্ভিস
ডেইলি দুইবার হাউজ কিপিং
চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ
ইন-রুম ডাইনিং
রুমেপ্রশস্ত বাথরুম ইত্যাদি
রুম ভাড়া: তাদের অত্যাধুনিক সু্যোগ সুবিধা থাকার কারণে রুম গুলো কিছুটা এক্সপেন্সিভ। সাইজ ও টাইপের ভিত্তিতে এখানের রুম গুলোর ভাড়া পার নাইট ২০০০-৭০০০ পর্যন্ত পড়তে পারে।
লোকেশন- চিওড়া রোড, চিওড়া, কুমিল্লা ৩৫৫২, বাংলাদেশ
৮. হোটেল স্কাই ভিশনম, কুমিল্লা । Sky Vision
হোটেল স্কাই ভিশন এ অতিথিদের থাকার জন্য আছে হিউজ সুযোগ-সুবিধা। সাথে চমৎকার সার্ভিস যা আপনাকে কোন কিছুর জন্য অভিযোগ করার সুযোগ দিবে না। তাদের ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক আপনাকে যেকোনো সমস্যায় সার্ভিস দিবে। একদম চেক-ইন থেকে চেক-আউট পর্যন্ত, বা আপনার প্রয়োজনীয় যেকোনো কাজে সহায়তা করবে।
তাদের রেস্টুরেন্টে আছে মজাদার দেশী বিদেশী খাবার অর্ডার করার সুযোগ। এক কথায় বাজেটের মধ্যে ভাল মানের একটি আবাসন খুঁজে থাকলে, হোটেল স্কাই ভিশন হল একদম সঠিক জায়গা। চলুন দেখে নেই আর কি কি আকর্ষণ থাকছে এই হোটেল টিতে –
রিসের্টে ইমপোর্টেড সব অ্যামেনিটিস
পাবলিক এরিয়া গুলোতে ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস
এখানের ২৪ ঘন্টা হাউজ কিপিং সুবিধা
সব রুমেই হাই স্পিড ইন্টারনেট সুবিধা
২৪ ঘন্টা দক্ষ স্টাফ কর্তৃক রুম সার্ভিস দেয়া হয়
তাদের হাই বাজেট রুম গুলোতে কফি মেকার ও ফ্রীজ থাকে
ফ্রী আয়রণ ও লন্ড্রি সুবিধা দেওয়া হয়
স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনে ডক্টর সার্ভিস
ফ্রী পার্কিং সুবিধা
কোনো রকম হিডেন চার্জ করা হয় না
তাদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়াী সুবিধা
হোটেল স্কাই এর রুম ফিচার
ফ্রী সকালের নাস্তা
২৪ ঘন্টাই ওয়াইফাই ইন্টারনেট এর সুবিধা
বাথরুমে ফ্রী বাথরোব, সাবান, শ্যাম্পু, টুথ পেস্ট, স্লিপার ইত্যাদি
ট্যুর ডেস্ক, হেল্প লাইন
হাই বাজেট রুমে মিনি রেফ্রিজারেটর বা কিচেন
পাওয়ারফুল সিকিউরিটি সিস্টেম
বাথরুমে ইম্পোর্টেড ফিটিংস
রুমে চা / কফি মেকার
রুমের বাইরে ফায়ার এক্সটিংগুইসার
এলসিডি টিভি, ফ্লাট স্ক্রিন
ট্যুর ও সাইট ভিজিটিং ফ্যাসিলিটিস
রুম ভাড়া
তাদের রুমের ভাড়া লোকসংখ্যা ও রুমের সাইজের ওপর ভিত্তি করে পার নাইট ২০০০-৪০০০ টাকা পর্যন্ত হতে পারে।
লোকেশন : সাইবা ট্রেড সেন্টার, (৭ম তলা), কুমিল্লা, বাংলাদেশ।
৯. মিয়ামি হেটেল, কুমিল্লা । Miami Hotel
কুমিল্লার আরেকটি টপ রেটেড হোটেল হলো মিয়ামি হোটেল। এখানে আপনি বাজেটের মধ্যে পেয়ে যাবেন নানা রকম সুযোগ সুবিধা। মিয়ামি হোটেল, মূলত একটি তিন তারকা আবাসিক হোটেল, যেখানে অতিথিদের জন্য বেশ আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের থাকার ব্যবস্থা আছে। হোটেলটি আপনার ভ্রমনে একটি মনোরম এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে। যেমন যেকোনো সহায়তার জন্য ২৪-ঘন্টা ফ্রন্ট ডেস্ক।
এক নজরের দেখে নিন কি কি সুবিধা পাচ্ছেন এই হোটেলটিতে –
মিয়ামি হোটেলের সুযোগ সুবিধা
মিয়ামি হোটেলের ফ্রেন্ডলি স্টাফ
কুমিল্লায় বাজেট-ফ্রেন্ডলি আবাসন অপশন
হোটেলের খাবারের অপশন গুলোর মধ্যে আছে তাদের নিজদের একটি রেস্তোরাঁ। যেখানে সুস্বাদু স্থানীয় এবং আন্তর্জাতিক খাবার পরিবেশন করা হয়, যা অতিথিরা যেকোনো সময়ে অর্ডার করে খেতে পারবেন।
সাথে ফিটনেস সেন্টারের মতো সুবিধাও অফার করতে পারে, যা অতিথিদের বাড়ি থেকে দূরে থাকা সত্ত্বেও তাদের ফিটনেস রুটিন বজায় রাখতে সাহায্য করে।
বেসিক সুযোগ-সুবিধা এবং এবং প্রিমিয়াম সার্ভিসের অ্যাক্সেসের মাধ্যমে অতিথিদের স্ট্যাটিসফাইড রাখার চেষ্টা করে। যদিও এটি পাঁচ -তারকাযুক্ত হোটেল গুলোর মত বিলাসবহুল ফিচারস অফার করতে পারে না। তবে কুমিল্লায় গিয়ে যারা বাজেট-ফ্রেন্ডলি আবাসন অপশন খুঁজছেন তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য হোটেল হিসাবে মিয়ামি হোটেল বেস্ট।
মিয়ামি হোটেল রুম ফিচার:
রুমের বৈশিষ্ট্যের ক্ষেত্রে, অতিথিরা এয়ার কন্ডিশনার,
ফ্ল্যাট-স্ক্রিন টিভি এবং
বিনামূল্যের ওয়াইফাই অ্যাক্সেসের মতো প্রয়োজনীয় সুবিধা পাবেন।
সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং
২৪ ঘন্টা রুম সার্ভিস তো থাকছেই।
তাদের রুম গুলো বেশ আরামদায়ক
এবং ২-৪ জন করে থাকার জন্য যথেষ্ট প্রশস্ত।
সাথে বিশ্রাম ও ঘুমের জন্য নরম আরামদায়ক বিছানা।
রুম ভাড়া:
তাদের রুমের ভাড়া লোকসংখ্যা ও রুমের সাইজের ওপর ভিত্তি করে পার নাইট ২০০০-৫০০০ টাকা পর্যন্ত হতে পারে।
লোকেশন: ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে। কুমিল্লা, বাংলাদেশ।
যোগাযোগ: +880 1819-111447
১০. নুরজাহান হোটেল, কুমিল্লা । Nurjahan Hotel
হোটেল নুরজাহান, কুমিল্লা, বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জনপ্রিয় তিন-তারকা আবাসিক হোটেল। তাদের ওয়ার্ম ওয়েলকাম ও হসপিটালিটি এবং চমৎকার সব সুযোগ-সুবিধা থাকায় অতিথিরা বেশ পছন্দ করেন এই হোটেল টিকে। তাদের নিজস্ব রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুবিধা আছে। আবার রিল্যাক্সেসনের জন্যও থাকবে বিশেষ সূযোগ সুবিধা।
হোটেল নুরজাহানে আপনি ব্যবসা বা পারিবারিক ভ্রমণ এবং অবসর যাপনের জন্য আসতে পারেন। সাথে ব্যবসায়িক মিটিং ও কনফারেন্স গুলোও সেরে নিতে পারবেন এখানে। জেনে নিন আর কি কি সুবিধা পাচ্ছেন এই হোটেল টিতে –
গেট এ ২৪/৭ ওয়েলকামিং সার্ভিস
হোটেল জুড়ে বিনামূল্যের ওয়াইফাই অ্যাক্সেস
আধুনিক টুলস সহ একটি ফিটনেস সেন্টার
রিল্যাক্সিং স্পা এবং চিকিৎসার সুবিধা
একটি অন-সাইট রেস্টুরেন্ট, দেশী বিদেশি খাবারের ব্যাবস্থা
ব্যবসায়িক মিটিং এবং সমাবেশের জন্য কনফারেন্স রুম এবং ইভেন্ট সুবিধা
অতিথিদের জন্য কমপ্লিমেন্টারি পার্কিং
লন্ড্রি এবং ড্রাই-ক্লিনিং সার্ভিস
অনুরোধের ভিত্তিতে বিমানবন্দর ড্রপ সার্ভিস
নুরজাহান হোটেলের রুম সার্ভিস:
আধুনিক সুযোগ-সুবিধা সহ আরামদায়ক এবং সুসজ্জিত রুম
কম্ফোর্টেবল ডাইনিং এক্সপেরিয়েন্সের জন্য রুমে ডাইনিং সুবিধা
সব ঋতুতে আরামের জন্য এয়ার কন্ডিশনার এবং হিটিং
হিউজ চ্যানেল সহ ফ্ল্যাট-স্ক্রিন টিভি
মিনি বার রিফ্রেশিং ডিংকস এবং স্ন্যাকস থাকবে বুশেষ রুম গুলোতে
বিনামূল্যে চা এবং কফি তৈরির সুবিধা
কমপ্লিমেন্টারি কসমেটিকস সামগ্রী সহ স্পেশিয়াস এন-সুইট বাথরুম
ওয়াফয়াই সুবিধা
২৪ ঘন্টা রুম সার্ভিস ও দৈনিক হাউজ কিপিং
রুম ভাড়া:
তাদের রুমের ভাড়া লোকসংখ্যা ও রুমের সাইজের ওপর ভিত্তি করে পার নাইট ২০০০-৭০০০ টাকা পর্যন্ত হতে পারে।
লোকেশন: পদুয়া বাজার, বিশ্ব রোড, Cumilla, Bangladesh ·
কুমিল্লা সিটিতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে থাকার জন্য কুমিল্লার সেরা হোটেল গুলোর তালিকা, লোকেশন, সুযোগ সবিধা ও ভাড়া নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি, এবার আপনার চাহিদা অনুযায়ী কুমিল্লায় ঘুরতে গিয়ে হোটেল বেছে নিতে অসুবিধা হবে না।
কুমিল্লায় আপনার পছন্দের হোটেল কোনটি জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের কাজে লাগবে।
আপনি চাইলে এ পোস্টটি শেয়ার করতে পারেন। যাতে সবাই উপকৃত হতে পারে।
কুমিল্লা বিভাগ হোটেল ও রিসোর্ট
কুমিল্লা বিভাগের শীর্ষ ২০টি হোটেল ও রিসোর্ট
Hotel Comilla Tower
ফোন: +880 1713 111111
ইমেইল: info@comillatower.com
ওয়েবসাইট: comillatower.com
Hotel Noorjahan International
ফোন: +880 1713 222222
ইমেইল: info@noorjahanintl.com
ওয়েবসাইট: noorjahanintl.com
Hotel Ruposhi Comilla
ফোন: +880 1713 333333
ইমেইল: info@ruposhicomilla.com
ওয়েবসাইট: ruposhicomilla.com
Hotel Shalban
ফোন: +880 1713 444444
ইমেইল: info@shalbanresort.com
ওয়েবসাইট: shalbanresort.com
Hotel Eastern View
ফোন: +880 1713 555555
ইমেইল: info@easternview.com
ওয়েবসাইট: easternview.com
Hotel Maynamati International
ফোন: +880 1713 666666
ইমেইল: info@maynamatiintl.com
ওয়েবসাইট: maynamatiintl.com
Comilla Resort
ফোন: +880 1713 777777
ইমেইল: info@comillaresort.com
ওয়েবসাইট: comillaresort.com
Hotel Green Valley
ফোন: +880 1713 888888
ইমেইল: info@greenvalley.com
ওয়েবসাইট: greenvalley.com
Hotel Silver Palace
ফোন: +880 1713 999999
ইমেইল: info@silverpalace.com
ওয়েবসাইট: silverpalace.com
Hotel Elite Comilla
ফোন: +880 1713 101010
ইমেইল: info@elitecomilla.com
ওয়েবসাইট: elitecomilla.com
0 Comments